রাজ্য বিজেপি নেতার নামে ট্রেনে কুরুচিকর পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ণ
কলকাতা, ১৫ জানুয়ারি (হি. স.) : রাজ্য বিজেপি নেতার নামে লোকাল ট্রেনে কুরুচিকর পোস্টার ঘিরে শনিবার রাজ
রাজ্য বিজেপি নেতার নামে ট্রেনে কুরুচিকর পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ণ


কলকাতা, ১৫ জানুয়ারি (হি. স.) : রাজ্য বিজেপি নেতার নামে লোকাল ট্রেনে কুরুচিকর পোস্টার ঘিরে শনিবার রাজনৈতিক মহলে আলোড়ণ পড়ে।

ডাউন বনগাঁ-শিয়ালদহ লোকালে বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর নামে পোস্টার পড়ে। গেরুয়া শিবিরের দাবি, শাসকশিবির চক্রান্ত করে স্রেফ কালিমালিপ্ত করার উদ্দেশে লোকাল ট্রেনে পোস্টার দিয়েছে। যদিও তৃণমূল অভিযোগ মানতে নারাজ। পদ্মশিবিরের বিক্ষুব্ধ নেতারা ট্রেনে পোস্টার লাগিয়েছে বলেই পালটা দাবি করা হয়েছে।

ক’দিন আগে অমিতাভ চক্রবর্তীর নামে ফেসবুকে এক বিক্ষুব্ধ নেতা অভিযোগ তোলেন। দল থেকে এ নিয়ে কোনও প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়নি। শুক্রবার বনগাঁ-শিয়ালদহ লোকালে অমিতাভ চক্রবর্তীর নামে কুরুচিকর পোস্টার পড়ে। পোস্টারে কলঙ্কিত মদ্যপ, লুচ্চা, চিটিংবাজ, গরু পাচারকারী বলে কটাক্ষ করা হয়। অমিতাভ চক্রবর্তীর অপসারণ এবং তাঁর গ্রেপ্তারির দাবিও করা হয় পোস্টারে।

কে বা কারা এই পোস্টার দিল, তা নিয়ে তৈরি হয়েছে চাপানউতোর। বিজেপি নেতাদের দাবি, তৃণমূল কালিমালিপ্ত করতেই অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে লোকাল ট্রেনে এমন কুরুচিকর পোস্টার দিয়েছে। যদিও তৃণমূল সেকথা মানতে নারাজ। তাঁদের মতে, বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীকে নিয়ে বিজেপির অন্দরেই যথেষ্ট ক্ষোভ রয়েছে। বিক্ষুব্ধ শিবিরই হয়তো এই পোস্টার দিয়েছে বলেই মনে করছে শাসকদল।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande