দেশের জন্য দিয়েছিলেন প্রাণ, মরণোত্তর অশোক চক্রে ভূষিত কাশ্মীর পুলিশের এএসআই বাবু রাম
নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত হলেন জম্মু ও কাশ্মীরের অ্যাসিস্ট্যা
বাবু রাম


নয়াদিল্লি, ২৬ জানুয়ারি (হি.স.): মরণোত্তর অশোক চক্র সম্মানে ভূষিত হলেন জম্মু ও কাশ্মীরের অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর বাবু রাম। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতির হাত থেকে স্মারক গ্রহণ করেন বাবু রামের বিধবা স্ত্রী রীনা রানি ও ছেলে মানিক। ২০২০ সালের ২৯ আগস্ট শ্রীনগরে অভিযান চালিয়ে খতম করেছিলেন তিনজন কট্টর জঙ্গিকে৷ অভিযানে দেশের জন্য নিজের জীবন ত্যাগ করেন তিনি।

দেশের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্রের সমান মর্যাদার অশোক চক্র। এই অশোক চক্র দেওয়া হয় সেই সব বীর যোদ্ধাদের, যাঁরা শান্তির সময় অসামান্য সাহসিকতার পরিচয় দেন অথবা শত্রুদের মোকাবিলা করতে গিয়ে নিজের জীবনের বলিদান দিয়েছেন৷ প্রসঙ্গত, এবছর শৌর্যচক্র পেয়েছেন ভারতীয় সেনার ছয় জওয়ান। তাঁদের মধ্যে পাঁচজন মরণোত্তর শৌর্যচক্র পেয়েছেন। এটি ভারতের তৃতীয় সর্বোচ্চ সামরিক সম্মান।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande