ছত্তিশগড়ে দুদিন করে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা : মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল
রায়পুর, ২৬ জানুয়ারি (হি. স.) : সপ্তাহে একদিন নয়, বরং দুদিন করে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দেশের
ছত্তিশগড়ে দুদিন করে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা : মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল


রায়পুর, ২৬ জানুয়ারি (হি. স.) : সপ্তাহে একদিন নয়, বরং দুদিন করে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। দেশের ৭৩তম সাধারণতন্ত্র দিবসের দিনই রাজ্যের সরকারি কর্মচারীদের সুখবর দিল ছত্তিসগড় সরকার।

এদিন সকালেই ছত্তিসগড় মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ঘোষণা করেন, এরপর থেকে সপ্তাহে ৬ দিনের পরিবর্তে ছত্তিশগড়ের সরকারি কর্মচারীদের কাজ করতে হবে মাত্র ৫ দিন। তবে শুধু সপ্তাহে ছুটির ক্ষেত্রে নয় সরকারি কর্মচারীদের পেনশন স্কিমের ক্ষেত্রেও বুধবার বড়সড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী বাঘেল। এদিন পেনশন প্রসঙ্গে বাঘেল জানান, এতদিন পর্যন্ত যে কোনও সরকারি কর্মচারীদের পেনশনে সরকারের দেওয়া অংশের পরিমাণ ছিল ১০ শতাংশ। কিন্তু সেই অংশের পরিমাণ বাড়িয়ে ১০ থেকে ১৪ শতাংশ করা হল।

এছাড়াও সাধারণতন্ত্র দিবসের দিন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেল তাঁর রাজ্যের সমস্ত মানুষের জন্যই একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করেন। নারী সুরক্ষা থেকে আবাসিক যোজনা তাঁর এই ঘোষণায় জায়গা পেয়েছে সবকিছুই। এদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ২০২২-২৩ সালে খরিফ মরসুম থেকে রাজ্যে মুগ, মুসুর এবং অড়হরের মতো ফসল/ডাল ন্যূনতম সমর্থন মূল্যের আওতায় আনা হবে। পাশাপাশি এদিন ভাষণ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই রাজ্যের সব অনিয়মিত ভবন নির্মাণ নিয়মিত করার আইন আনা হবে বলেও জানান তিনি। এছাড়াও এদিন রাজ্য সরকারের তরফ থেকে অন্য একটি যোজনার ঘোষণা করে জানানো হয়েছে, যুব সম্প্রদায়ের কর্ম সংস্থানের জন্য সরকারি তরফে সহজ পক্রিয়ায় বিপুল সংখ্যক লার্নিং লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে যুব সম্প্রদায় খুব সহজেই অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande