৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে: কবীর সুমন
কলকাতা,২৬ জানুয়ারি (হি. স.): ''৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে''। সাংবাদিক বৈঠক করে
৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে: কবীর সুমন


কলকাতা,২৬ জানুয়ারি (হি. স.): ''৯০ বছরের সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করা হয়েছে''। সাংবাদিক বৈঠক করে বিস্ফোরক মন্তব্য কবীর সুমনের। মঙ্গলবারই ‘পদ্মশ্রী’ প্রত্যাখ্যান করেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

কেন্দ্রীয় সরকারের তরফে প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মশ্রী পুরস্কারের তালিকা প্রকাশিত হয় । সেই তালিকায় নাম ছিল কিংবদন্তি গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায়ের । যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দেন সংগীত শিল্পী । আর এরপরেই বুধবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবির সুমন বলেন, ক ''বিদ্বেষ থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়কে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। শ্বেতাঙ্গরা অন্তত রবীন্দ্রনাথ ঠাকুরকে নোবেল পুরস্কারটা দিয়েছিলেন। সে ক্ষেত্রৈ তাঁরা অন্য কিছু বিচার করেননি কিন্তু। এই শহরেই দু'জন আছেন যাঁরা পদ্মভূষণ পেয়েছেন। তাঁদের কেরিয়ার আর সন্ধ্যা মুখোপাধ্যায়ের কেরিয়ারটা দেখুন। কী কী ধরনের গান গেয়েছেন উনি!'' তাঁর সংযোজন, ''সন্ধ্যা মুখোপাধ্যায়কে অপমান করেছে কেন্দ্র। খুব খারাপ লাগছে। সন্ধ্যা মুখোপাধ্যায় এই বয়সে এসে ধাক্কা খেলেন।''

হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande