সামান্য উন্নতি হলেও লতা মঙ্গেশকর এখনও আইসিইউতে
মুম্বই, ২৬ জানুয়ারি (হি.স.) : আগের থেকে সামান্য উন্নতি হলেও লতা মঙ্গেশকরকে আপাতত আইসিইউতে থাকতে হচ্ছ
সামান্য উন্নতি হলেও লতা মঙ্গেশকর এখনও আইসিইউতে


মুম্বই, ২৬ জানুয়ারি (হি.স.) : আগের থেকে সামান্য উন্নতি হলেও লতা মঙ্গেশকরকে আপাতত আইসিইউতে থাকতে হচ্ছে। টুইট করে জানিয়েছেন তাঁর মুখপাত্র অনুশা শ্রীনিবাসন আইয়ার। তিনি লিখেছেন, “লতা দিদির স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। তিনি আইসিইউতে রয়েছেন। দয়া করে দিদির স্বাস্থ্য সম্পর্কিত গুজব ছড়ানো বা ভুল বার্তার শিকার হওয়া থেকে বিরত থাকুন। ”

৯২ বছর বয়সি গায়িকা লতা মঙ্গেশকর গত ১১ জানুয়ারি করোনায় আক্রান্ত হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। করোনার মৃদু উপসর্গ থাকলেও নিউমোনিয়ার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আইসিইউতে রাখতে হয় গায়িকাকে।

চিকিৎসকরা জানিয়ে দেন, লতা মঙ্গেশকরের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে যেহেতু শিল্পীর বয়স অনেকটাই বেশি, তাই সুস্থ হয়ে উঠতে বেশ কিছুদিন সময় লাগবে। তবে লতা মঙ্গেশকরকে এখনই আইসিইউর বাইরে রাখতে চান না চিকিৎসকরা। তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। যাঁরা সর্বদা দেখভাল করছেন গায়িকার।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande