লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্যের জন্য মহা যজ্ঞ অযোধ্যায়
মুম্বই, ২৬ জানুয়ারি (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশ
লতা মঙ্গেশকরের দ্রুত আরোগ্যের জন্য মহা যজ্ঞ অযোধ্যায়


মুম্বই, ২৬ জানুয়ারি (হি. স.) : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর। এবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করলেন অযোধ্যার পুরোহিতরা। লতা মঙ্গেশকরের জন্যে আয়োজন করা হল হোম যজ্ঞের। সেই সঙ্গে হল মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। এই হোম যজ্ঞের প্রধান ছিলেন জগদ্গুরু পরমহংস আচার্য মহারাজ। একই সঙ্গে তিনি ইচ্ছা প্রকাশ করেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লতা মঙ্গেশকরের কুশল সংবাদ নিতে নিজে যান।

হাসপাতালে ভর্তি হওয়ার কয়েকদিন পরে কিন্নরকন্ঠী’র চিকিৎসকেরা জানিয়েছিলেন ১০-১২ দিন পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে ছেড়ে দেওয়ার মত কোনও সিদ্ধান্তে আসতে পারেননি তাঁর চিকিৎসকেরা। লতা মঙ্গেশকারের স্বাস্থ্য নিয়ে বহু তথ্য প্রকাশ্যে এসেছে। যা রীতিমত ভুয়ো বলে নস্যাৎ করে দিয়েছে তাঁর পরিবার। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানানো হয়েছে বারবার স্থিতিশীল অবস্থাতে আছেন লতা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। পরিবারের তরফে অনুরোধ করা হয়েছিল এই বিষয়ে যেন কোনও ভুল তথ্য দয়া করে কেউ না ছড়ান। নানা গুজবে বাধ্য হয়ে টুইট করেন স্মৃতি ইরানিও। কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, 'লতাদিদির পরিবারের তরফে সকলের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ গুজব রটাবেন না। তিনি চিকিৎসায় ইচিবাচক সাড়া দিচ্ছেন। ঈশ্বরের কৃপায় তিনি দ্রুত ঘরে ফিরবেন। গুজবে কান না দিয়ে, আসুন আপনারা সকলে লতাদিদির দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করি।' হাসপাতালের বিবৃতি শেয়ার করে লতা মঙ্গেশকরের পরিবারের তরফেও একই অনুরোধ জানানো হয় অনুরাগীদের। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande