করোনা বিধি মেনে উত্তরবঙ্গ জুড়ে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস
জলপাইগুড়ি, ২৬ জানুয়ারি (হি. স.) : বুধবার ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল গোটা উত্তরবঙ্গ জুড়ে। । বু
করোনা বিধি মেনে উত্তরবঙ্গ জুড়ে পালিত হল ৭৩তম প্রজাতন্ত্র দিবস


জলপাইগুড়ি, ২৬ জানুয়ারি (হি. স.) : বুধবার ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালিত হল গোটা উত্তরবঙ্গ জুড়ে। । বুধবার জেলায় জেলায় পতাকা উত্তোলন, প্যারেড জাতীয় সংগীতের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে।

শিলিগুড়ির পুলিশ কমিশনারেটের তরফে এদিন সকালে পতাকা উত্তোলন করা হয়। করোনাবিধি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহিলা দ্বারা পরিচালিত শিলিগুড়ি টাউন স্টেশনে পতাকা উত্তোলন করা হয়। এই উপলক্ষ্যে ত্রিরঙ্গা বেলুন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে স্টেশন চত্বর। জলপাইগুড়ি শহরের সরকারি দপ্তরগুলিতে দিনটি উদযাপন করা হয়েছে। এদিন মেটেলি ব্লকের সালবাড়ি মোড়ের আইটিডিএ বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করেন রাজ্যের মন্ত্রী বুলু চিকবড়াইক। তিনি কচিকাঁচাদের মধ্যে মাস্কও বিতরণ করেন।

কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে পতাকা উত্তোলন করছেন জেলাশাসক পবন কাদিয়ান। ছিলেন পুলিশ সুপার সুমিত কুমার সহ আরও অনেকে। আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডে পতাকা উত্তোলন করে দিনটি উদযাপন করেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা। বিএসএফের ১৫ নম্বর ব্যাটালিয়নের খালপাড়া বিওপির উদ্যোগে প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মাল্যদান করা হয় শহিদ বেদিতে। এছাড়াও সব রাজনৈতিক দল, হলদিবাড়ি থানা, স্টেশন, পিভিএনএন লাইব্রেরী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে দিনটি পালন করা হয়। মাথাভাঙ্গা ২ ব্লকের পারডুবি, এগারোমাইল, বরাইবাড়ি, হিন্দুস্থান মোড়, দোলং মোড় সহ ব্লকের নানা জায়গায় যথাযোগ্য মর্যাদার সঙ্গে দিনটি পালন করা হয়েছে।

উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন সরকারি দফতরগুলিতে দিনটি উদযাপন করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর তরুণের আহ্বানে হাজির হয়ে পতাকা উত্তোলন করেন কৃষি বিপণন মন্ত্রী বিপ্লব মিত্র। গঙ্গারামপুর চৌপথিতে সাব ডিভিশনাল রিপোর্টাস অ্যাসোসিয়েশনের তরফেও দিনটি পালন করা হয়েছে। গঙ্গারামপুর ব্লকের উদয় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন ধোপাদিঘি থেকে ফুলবাড়ি পর্যন্ত দৌড়ের আয়োজন করা হয়। এদিন মালদা জেলা প্রশাসনের তরফে জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পতাকা উত্তোলন করেন জেলাশাসক রাজর্ষি মিত্র। উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি অলক রাজোরিয়া, পুলিশ সুপার অমিতাভ মাইতি সহ অন্যান্য আধিকারিক। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ট্যাবলোর মাধ্যমে তুলে ধরা হয়। এদিন কলকাতার রেড রোডে প্রজাতন্ত্র দিবস উদযাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে এদিন সকাল থেকে প্রশাসনিক দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে রাজনৈতিক কার্যালয়গুলিতে দিনটি উদযাপন করা হয়েছে।হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande