প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত সঙ্কটজনক, চিকিৎসাধীন আইসিইউ-তে
কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): সঙ্কটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রা
চিকিৎসাধীন আইসিইউ-তে


কলকাতা, ২৬ জানুয়ারি (হি.স.): সঙ্কটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। আইসিইউ-তে ভর্তি রয়েছেন তিনি। এখনও সঙ্কটজনক অবস্থা কাটেনি তাঁর। সুরজিতের চিকিৎসার জন্য ডাক্তারদের বিশেষ দল রয়েছে। হাসপাতাল সূত্রের খবর, করোনা ছাড়াও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে সুরজিতের। আপাতত বাইপাপ-এর মাধ্যমে উচ্চমাত্রায় অক্সিজেন দেওয়া হচ্ছে সুরজিতের শরীরে। বাইপাপ সাপোর্টের সাহায্যে সুরজিতের শরীরের অক্সিজেনের মাত্রা ঘোরাফেরা করছে ৯৮ শতাংশের আশেপাশে। পাশাপাশি তাঁকে রেমডেসিভিয়ার এবং স্টেরয়েড ইঞ্জেকশনও দেওয়া হচ্ছে।

গত সোমবার রাত পর্যন্ত ভালোই ছিলেন। কিন্তু, গভীর রাতে হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়। বুধবার পর্যন্ত সঙ্কট কাটেনি, ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন সুরজিৎ। এ ছাড়াও তাঁর দেখভাল করছেন বিভিন্ন হ্দরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande