অবশেষে মাঠে ফিরছেন নোভাক জকোভিচ
দুবাই, ২৬ জানুয়ারি (হি.স.) : অবশেষে প্রতিযোগিতায় নামছেন নোভাক জকোভিচ। ফেব্রুয়ারিতে এটিপি টেনিস প্
অবশেষে মাঠে ফিরছেন নোভাক জকোভিচ


দুবাই, ২৬ জানুয়ারি (হি.স.) : অবশেষে প্রতিযোগিতায় নামছেন নোভাক জকোভিচ। ফেব্রুয়ারিতে এটিপি টেনিস প্রতিযোগিতা শুরু হবে। সেই টুর্নামেন্টে তাঁর খেলতে কোনও সমস্যা নেই।

জকোভিচ দুবাই ওপেনে খেলার অনুমতি পেয়েছেন। টুর্নামেন্ট শুরু হবে ২১ ফেব্রুয়ারি। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ফ্রান্স বা আমেরিকা টিকাবিহীন জকোভিচকে ঢুকতে দেবে না বলে জানিয়ে দিয়েছে। রোলা গাঁরো, ইউএস ওপেনে তাই খেলা তাঁর পক্ষে অসম্ভব। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে টিকাকরণ বাধ্যতামূলক বলে বিবেচিত হয় না। তাই সার্বিয়ান তারকাকে সেখানে খেলতে কোনও সমস্যায় পড়তে হচ্ছে না।

কোভিড টিকাবিহীন খেলোয়াড় হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে তাঁকে খেলতে দেওয়া হয়নি। তাই নিয়ে বিশ্বজুড়ে জকোভিচ ছিলেন বিতর্কের কেন্দ্রে। আইনি লড়াইয়ে হেরে যাওয়ায় সার্বিয়ান তারকাকে একপ্রকার অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করে সেই দেশের সরকার। বাতিল করে দেওয়া হয় তাঁর ভিসার মেয়াদ। রাফায়েল নাদাল, রজার ফেডেরারের সাথে তিনিও ২০টা গ্র‌্যান্ড স্লাম জয়ী দলের সদস্য ছিলেন। ন’বার অস্ট্রেলিয়ান ওপেন জেতেন। এবার তাঁর লক্ষ্য ছিল অস্ট্রেলিয়ান ওপেন দশবার জেতার পাশাপাশি ২১তম গ্র‌্যান্ড স্লাম জিতে দুই প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে দেওয়া। অথচ বিতর্কের কেন্দ্রে থেকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি।

হিন্দুস্থান সমাচার/সঞ্জয়


 rajesh pande