প্রজাতন্ত্র দিবসে ছুটির আবহ শহরে
কলকাতা,২৬ জানুয়ারি (হি. স.): বুধবার দেশজুড়ে পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। রেড রোডে ৭৩ তম
moidan


কলকাতা,২৬ জানুয়ারি (হি. স.): বুধবার দেশজুড়ে পালিত হল প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। রেড রোডে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন হলেও সেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল সাধারণ মানুষের। তবে, প্রজাতন্ত্র দিবসের দিন শহরবাসী উৎসব মুখর । বুধবার প্রজাতন্ত্র দিবসে ময়দানে জমজমাট ভিড় ।

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ছুটি থাকে সরকারি অফিস কাছারি স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান । আর তাই এই দিনে হলিডে মুডে বেরিয়ে পড়েন সকলে । এই বছরও তার ব্যাতিক্রম নয় । চলতি বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তিলোত্তমার একাধিক দর্শনীয় স্থান ভিড়ে ঠাসা । ভিক্টোরিয়া থেকে ময়দান সর্বত্রই ভিড় । করোনা আবহের তোয়াক্কা না করেই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভিড় লক্ষ্য করা যাচ্ছে শহরে বিভিন্ন জায়গায় । করোনা বিধি উপেক্ষা করেই পরিস্থিতি মেতে উঠেছে বহু মানুষ । কেউ এসেছে রানাঘাট থেকে কেউবা হাওড়া কেউ আবার কলকাতারই বাসিন্দা ।

দর্শনার্থীদের প্রজাতন্ত্র দিবসকে হলিডে বলে দেখছে কিনা এই প্রশ্ন করা হলে সকলের এক বাক্যে উত্তর হ্যাঁ । এককথায় জমজমাট প্রজাতন্ত্র দিবসের কলকাতা ।

হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande