পশ্চিমবঙ্গে বিরোধী দলকে তার স্পেস দেওয়া হয় না: সুকান্ত
কলকাতা,২৬ জানুয়ারি (হি. স.): বুধবার প্রজাতন্ত্র দিবসে বিজেপির রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন রাজ্য
পশ্চিমবঙ্গে বিরোধী দলকে তার স্পেস দেওয়া হয় না: সুকান্ত


কলকাতা,২৬ জানুয়ারি (হি. স.): বুধবার প্রজাতন্ত্র দিবসে বিজেপির রাজ্য দফতরে পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । আর এরপরেই তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিরোধী দলকে তার স্পেস দেওয়া হয় না। তারই একটা নিদর্শন হচ্ছেন শুভেন্দু অধিকারী। যাঁকে জনগণ ভোট দিয়ে জিতিয়েছেন এবং যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, তাঁকে স্থান দেওয়া হচ্ছে না।

রাজ্য সরকারের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়নি রেড রোডে কুচকাওয়াজের অনুষ্ঠানে । এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, ''এটা দুর্ভাগ্যজনক । আমাদের সংবিধান মেনে বিরোধী অধিকার আছে । এই রাজ্যে সেটা মানা হয় না । কিন্তু গুজরাতে কংগ্রেস–বিজেপি উন্নয়নে রাজনীতি করে না । তাদের অগ্রগতি হয় । আমাদের দুর্ভাগ্য এই রাজ্যে আগে রাজনীতি । শুভেন্দুবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন । যে আমাকে হারিয়েছেন, তাঁকে তো সন্মান করতে হবে । এরা শেখেনি ''।

হিন্দুস্থান সমাচার / পায়েল


 rajesh pande