আফগানিস্তানে মাদ্রাসা চলাকালীন বিস্ফোরণ, মৃত ১৬
কাবুল, ৩০ নভেম্বর (হি. স.) : আফগানিস্তানের মাদ্রাসা চলাকালীন বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জন
আফগানিস্তানে মাদ্রাসা চলাকালীন বিস্ফোরণ, মৃত ১৬


কাবুল, ৩০ নভেম্বর (হি. স.) : আফগানিস্তানের মাদ্রাসা চলাকালীন বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। ঘটনায় আহত আরও অনেকে। এখনও পর্যন্ত কোনও ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায় নেয়নি।

সূত্রের খবর, বুধবার স্থানীয় সময় বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ উত্তর আফগানিস্তানের সমঙ্গন প্রদেশের একটি মাদ্রাসা আচমকা বিস্ফোরণে কেঁপে ওঠে। মৃতদের মধ্যে স্কুলপড়ুয়ারাও রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই হামলায় কত জন শিশুর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। একটি হাসপাতাল থেকে জানানো হয়েছে আফগানিস্তানের এই বোমা হামলায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।

কাবুলের এক চিকিৎসক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই শিশু। তালিবানের তরফে এই হামলার তদন্ত শুরু করা হয়েছে।তালিবানের মুখপাত্র আব্দুল নফি তাকোর বলেন, ‘‘আমাদের গোয়েন্দা এবং নিরাপত্তারক্ষীরা ঘাতকদের শনাক্ত করার চেষ্টা করছে। ক্ষমার অযোগ্য এই অপরাধ যাঁরা করেছেন, তাঁদের শাস্তি হবে।

তালিবান স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র আব্দুল নাফি তাক্কুর জানিয়েছেন, এই হামলার তদন্তে নেমেছে তালিবান নিরাপত্তা বাহিনী। দোষীদের চিহ্নিত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তবে এখনও পর্যন্ত এই হামলার পিছনে কাদের হাত রয়েছে, তা জানা যায়নি।

হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande