বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ নক আউট ফুটবল টুর্নামেন্ট
করিমগঞ্জ (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ নক
Maizgram Sutarkandi Zilla Parishad Knock Out Football Tournament is starting from Thursday.


করিমগঞ্জ (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ নক আউট ফুটবল টুর্নামেন্ট । লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে যোগ দিয়েছে বরাক উপত্যকার ১৬ টি ফুটবল দল । মূলত প্রতিযোগিতার মূল উদ্যোক্তা মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি বজলুল হক চৌধুরী হলে লাতু ফুটবল কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হবে গোটা টুর্নামেন্ট ।

প্রথম পুরস্কার হিসেবে রয়েছে নগদ ৫০ হাজার টাকা সহ বিজয়ী ট্রফি । আর দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ ৩০ হাজার টাকা সহ রানার্স আপ ট্রফি । রয়েছে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সহ সেরা গোল কিপারের জন্য আকর্ষণীয় পুরস্কার । ১ ডিসেম্বর থেকে শুভারম্ভ হওয়া নকআউট টুর্নামেন্ট চলবে ১৮ ডিসেম্বর অবধি । বরাক উপত্যকার ১৬ টি ফুটবল দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টের রয়েছে ১৫ টি ম্যাচ ।

টুর্নামেন্ট যোগ দিয়েছে লঙ্গাই এপি ক্লাব, লাতু মালেগড় ফুটবল ক্লাব, ইনাথপুর ইয়ং স্টার ক্লাব, যাত্রাপুর ইয়ং স্টার ক্লাব, পশ্চিম লঙ্গাই কমান্ডো ক্লাব, লাফাসাইল ইয়ং স্টার ক্লাব, দুল্লভছড়া আজাদ স্পোর্টিং ক্লাব, গান্ধাই দাসগ্রাম ফুটবল ক্লাব, লালরটিলা ভাই ভাই ক্লাব, দলগ্রাম পিয়া ক্লাব, গান্ধাই বালিয়া ভাই ভাই ক্লাব, বদরপুর লোড ক্লাব, উলুকান্দি বয়েজ ক্লাব, দেওপুর ইয়ং স্টার ক্লাব, রিয়েল মাদ্রিদ ক্লাব এবং কালীগঞ্জ ফ্রেন্ডস ক্লাব ।

মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদ সদস্যা প্রতিনিধি বজলুল হক চৌধুরী জানান, লাতু ফুটবল কমিটির তত্ববধানে টুর্নামেন্ট হবে লাতু মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে । টুর্নামেন্ট এর সব কয়টি ম্যাচ পরিচালনা করবেন জেলা ক্রীড়া সংস্থার রেফারীরা । বজলুল জানান, বৃহস্পতিবার হবে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ । এতে লঙ্গাই এপি ক্লাবের বিরুদ্ধে খেলতে নামবে লাতু মালেগড় ফুটবল ক্লাব ।

লাতু ফুটবল কমিটির সভাপতি নৃপতি ভট্টাচার্য বলেন, আগামী উদ্বোধনী ম্যাচ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা । উপস্থিত থাকবেন অসম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, করিমগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বিমলা শুক্লবৈধ্যে সহ অনেকে ।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা


 rajesh pande