জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করল ভারত, পৌরোহিত্যে ২০২৩-এর ৩০ নভেম্বর অবধি
নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : গৌরবের মুহূর্ত ভারতের জন্য, ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর প
জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করল ভারত


নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.) : গৌরবের মুহূর্ত ভারতের জন্য, ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এক বছরের জন্য জি-২০-র সভাপতিত্ব গ্রহণ করল ভারত। সভাপতিত্বের সময় ভারত সমগ্র দেশের একাধিক স্থানে ৩২টি বিভিন্ন সেক্টরে প্রায় ২০০টি বৈঠক করবে। পরের বছর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ শীর্ষ সম্মেলনটি ভারত কর্তৃক আয়োজিত সর্বোচ্চ-প্রোফাইল আন্তর্জাতিক সমাবেশগুলির মধ্যে একটি হবে৷ জি-২০ সম্মেলনের সভাপতিত্ব গ্রহণে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারতের জি-২০ এজেন্ডা হবে অন্তর্ভুক্তিমূলক, উচ্চাভিলাষী ও কর্মমুখী।

জি-২০ হল বিশ্বের প্রধান উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির একটি আন্তঃসরকারি ফোরাম। জি-২০ হল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত ১৯টি দেশ। সমষ্টিগতভাবে জি-২০ বিশ্বব্যাপী জিডিপির ৮৫ শতাংশ, আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশ এবং বিশ্বের জনসংখ্যার দুই-তৃতীয়াংশ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande