ভাঙড়ের কাশীপুর থেকে উদ্ধার বন্দুক ও বোমা, পুলিশ পাকড়াও করল দু'জনকে
ভাঙড়, ১ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস
ভাঙড়ের কাশীপুর থেকে উদ্ধার বন্দুক ও বোমা, পুলিশ পাকড়াও করল দু'জনকে


ভাঙড়, ১ ডিসেম্বর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও প্রচুর বোমা বানানোর সামগ্রী উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে পাঁচটি সকেট বোমা, একটি একনলা বন্দুক, একটি কার্তুজ, ১৫ কেজি বোমা বানানোর বারুদ, বোমা বানানোর নানা সামগ্রী ও যন্ত্রপাতি। ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ।

বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের নাটাপুকুরে অভিযান চালায় পুলিশ। নজরুল মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে প্রায় পনেরো কেজিরও বেশি বোমা বানানোর বারুদ, ও বোমা বানানোর অন্যান্য সামগ্রী উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে নজরুল মোল্লা ও তার ছেলে শামসুদ্দিন রহমান। বোমা বানানোর সময়েই তাদেরকে হাতেনাতে ধরা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বৃহস্পতিবার ধৃত দু'জনকেই বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনা সম্পর্কে আরও তদন্ত করবে কাশিপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande