দালাল-বিরোধী অবস্থান এনএফ রেলের, ৭০ হাজার টাকার বেশি মূল্যের ই-টিকিট উদ্ধার আরপিএফ-এর, গ্রেফতার সাত
গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : বিগত কয়েকদিনে রেলওয়ের ই-টিকিট অবৈধভাবে বিক্রি করার অভিযোগে উত্তরপূর্ব সীমা
Arrested for selling Rly e-tickets illegally


Arrested for selling Rly e-tickets illegally


গুয়াহাটি, ১৪ মে (হি.স.) : বিগত কয়েকদিনে রেলওয়ের ই-টিকিট অবৈধভাবে বিক্রি করার অভিযোগে উত্তরপূর্ব সীমান্ত রেলওয় (এনএফ ৰেলওয়ে)-এর রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) পাঁচটি পৃথক স্থানের পাঁচটি দোকান ও এজেন্সিতে অভিযান চালিয়ে সাফল্য অৰ্জন করেছে। জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানান, চলতি মাসের ১০ মে থেকে ১২ তারিখ পর্যন্ত আরপিএফ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকার বেশি টাকার মূল্যের ৫০টি ই-রেলওয়ে টিকিট উদ্ধার করার পাশপাশি অবৈধ কার্যকলাপের দায়ে সাত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করা হয়েছে বলে জানান সব্যসাচীবাবু।

তিনি আরও জানান, গত ১২ তারিখের একটি ঘটনায় নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়ি আরপিএফ-এর একটি যৌথ দল শিলিগুড়ির (পশ্চিমবঙ্গ) ডিবিসি রোডে অবস্থিত ‘সিস্টেম সলিউশনস’ নামে একটি দোকানে অভিযান চালায়। ওই দোকান থেকে ১২ হাজার টাকার অধিক মূল্যের পাঁচটি রেলওয়ে ই-টিকিটের পাশাপাশি একটি কম্পিউটার সেট, একটি প্রিন্টার ও দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। ওই ঘটনা সম্পর্কে দোকানের মালিককে আটক করে গ্রেফতার করা হয়। এবং তার বিরুদ্ধে আরপিএফ, শিলিগুড়ি আউটপোস্টে রেলওয়ে আইনের ১৪৩ ধারায় একটি মামলা দায়ের করেছে।

এছাড়া ১০ থেকে ১২ মে-র মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ নিউ আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, কোচবিহার ও তিনসুকিয়ায় অবস্থিত আরও চারটি দোকান ও এজেন্সিতে অভিযান চালিয়ে ৫৯ হাজার টাকার বেশি টাকার ৪৫টি রেলওয়ে ই-টিকিট উদ্ধার করেছে। ওই অভিযানের সময় দোকানগুলি থেকে কম্পিউটার সরঞ্জাম ও কিছু নগদ টাকা সহ ছয়জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানান, গত এপ্রিল (২০২২) মাসে দালালি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ। এদের হেফাজত থেকে ৮০ হাজার টাকার অধিক মূল্যের ৫৬টি রেলওয়ে ই-টিকিট উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে রেলওয়ে আইনের ১৪৩ ধারায় মামলাও দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

সব্যসাচী দে জানান, রেলওয়ে টিকিটের অবৈধ বিক্রি প্রতিরোধ করতে দালালি কার্যকলাপের ওপর উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ কঠোর নজরদারি রেখেছে। রেলওয়ে টিকিটের অননুমোদিত বিক্রি ও সরবরাহ রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি শাস্তিযোগ্য অপরাধ। দালালি কার্যকলাপ প্রতিরোধ করতে আরপিএফ সম্ভাব্য সমস্ত প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ


 rajesh pande