ফাইনালে উঠতে রাজস্থনের সামনে ১৫৮ রানের লক্ষ্য রাখল ব্যাঙ্গালোর
আহমেদাবাদ, ২৭ মে (হি.স.) : ফাইনালে উঠতে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ১৫৮ রান। শুক্রবার রজত পাটীদারের ব
ফাইনালে উঠতে রাজস্থনের সামনে ১৫৮ রানের লক্ষ্য রাখল ব্যাঙ্গালোর


আহমেদাবাদ, ২৭ মে (হি.স.) : ফাইনালে উঠতে রাজস্থান রয়্যালসের প্রয়োজন ১৫৮ রান। শুক্রবার রজত পাটীদারের ব্যাটে ভর করেই ১৫৭ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল কোয়ালিফায়ার ২ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। শুক্রবার বিরাট কোহলী মাত্র সাত রান করে আউট হয়ে যান । ত্রাতা সেই রজত পাটীদার। ৫৮ রান করেন পাটীদার। ফ্যাফ ডুপ্লেসি করেন ২৫ রান। গ্লেন ম্যাক্সওয়েল ১৩ বলে ২৪ রান করেন। আর কোনও ব্যাটার সে ভাবে রানই করতে পারেননি। বাংলার শাহবাজ আহমেদ ১২ রান করে অপরাজিত থাকেন। রাজস্থান ভাল বল করলেও ১৫ রান অতিরিক্ত দেয় তারা। না হলে আরও কম রানে আটকে রাখার সুযোগ ছিল তাদের কাছে।

রাজস্থানের হয়ে গত ম্যাচে শেষ ওভারে তিনটি ছয় খেয়ে ম্যাচ হারা প্রসিদ্ধ কৃষ্ণ বেঙ্গালুরুর তিনটি উইকেট তুলে নিয়েছেন। তিনটি উইকেট পেয়েছেন ওবেড ম্যাকয়ও। যুজবেন্দর চহাল ছাড়া কেউই সে ভাবে রান দেননি। ট্রেন্ট বোল্ট এবং রবিচন্দ্রন অশ্বিন একটি উইকেট উইকেট নেন। চহাল কোনও উইকেটও পাননি।

হিন্দুস্থান সমাচার / কাকলি


 rajesh pande