সাইবার প্রতারণার শিকার বলিউডের ছবি নির্মাতা বনি কাপুর, খোয়ালেন লক্ষাধিক টাকা
মুম্বই, ২৭ মে (হি. স.) : সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন বলিউডের ছবি নির্মাতা বনি
Bonnie Kapoor a victim of cyber fraud


মুম্বই, ২৭ মে (হি. স.) : সাইবার প্রতারণার শিকার হয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন বলিউডের ছবি নির্মাতা বনি কাপুর। শুক্রবার তিনি মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন যে, সাইবার প্রতারণার মাধ্যমে এক ব্যক্তি তাঁর ব্যাঙ্কের সমস্ত তথ্য হাতিয়ে নেয়। আর তারপরই তাঁর ব্যাঙ্ক থেকে প্রায় চার লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

জানা গিয়েছে, ছবি পরিচালক ও প্রযোজক বনি কপূরের ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়া হয়। গত ৯ ফেব্রুয়ারি বনি কাপুরের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫টি ইনস্টলমেন্টে ৩.৮২ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা। সদ্যই তিনি তাঁর ব্যাঙ্ক থেকে টাকা তোলার কথা জানতে পারেন। তারপরই তিনি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করেন। এরপরই তিনি বুঝতে পারেন যে তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন। প্রতারণার মাধ্যমে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া ঘটনা জানার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। আম্বোলি পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে।

তদন্তকারীরদের অনুমান, কোনওভাবে প্রতারকরা বনি কাপুরের ক্রেডিট কার্ডের তথ্য জেনে নেয়। এবং তার মাধ্যমে তাঁর ব্যাঙ্ক থেকে টাকা খালি করে। গুরুগ্রামের কোনও একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। হিন্দুস্থান সমাচার / সোনালি / কাকলি


 rajesh pande