আইপিএলের কোয়ালিফায়ার ২ : টস জিতে বেঙ্গালুরুর বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের
আহমেদাবাদ, ২৭ মে (হি.স.) : শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল কোয়ালিফায়ার ২ ম্যাচে রয়্যাল
বিরুদ্ধে বোলিংয়ের সিদ্ধান্ত রাজস্থানের


আহমেদাবাদ, ২৭ মে (হি.স.) : শুক্রবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আইপিএল কোয়ালিফায়ার ২ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন।

কোয়ালিফায়ার ২-র বিজয়ী রবিবার এই মাঠেই গুজরাট টাইটানসের বিরুদ্ধে ফাইনালের মুখোমুখি হবে।

এদিন টসে জিতে স্যামসন বলেন, আমরা প্রথমে বল করব। উইকেট কিছুটা আঠালো এবং আশা করি, এটি আমাদের বোলারদের সাহায্য করবে। খেলা নিয়ে সবাই খুশি এবং উত্তেজিত। দলে আজ কোন পরিবর্তন নেই।

অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফাফ ডু প্লেসিস বলেন, আমরা আসলে প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম, এটি একটি ভাল পিচ এবং আমরা বিশ্বাস করি যে একটি বড় খেলায় বোর্ডে রান আমাদের পক্ষে থাকবে।

রাজস্থান রয়্যালস (একাদশ) : যশস্বী জয়সওয়াল, জস বাটলার, সঞ্জু স্যামসন (অধিনায়ক/উইকেটরক্ষক), দেবদত্ত পাডিকল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণ, ওবেদ ম্যাককয়, যুজবেন্দ্র চাহাল।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (একাদশ): বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রজত পাটিদার, গ্লেন ম্যাক্সওয়েল, মহিপাল লোমর, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসরাঙ্গা, হর্ষাল প্যাটেল, জশ হ্যাজেলউড, মহম্মদ সিরাজ।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয়


 rajesh pande