ফের আমজনতার উপর কোপ, এবার বাড়তে চলেছে গাড়ি-বিমার প্রিমিয়াম
নয়াদিল্লি, ২৭ মে (হি. স.) : মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাজেহাল আমজনতা। এই আবহেই খরচ আরও বাড়তে চলেছে। ১
 এবার বাড়তে চলেছে গাড়ি-বিমার প্রিমিয়াম


নয়াদিল্লি, ২৭ মে (হি. স.) : মূল্যবৃদ্ধির জেরে কার্যত নাজেহাল আমজনতা। এই আবহেই খরচ আরও বাড়তে চলেছে। ১ জুন থেকে বাড়ানো হবে দু’চাকা, চার চাকা কিংবা বৈদ্যুতিক গাড়ির বিমার প্রিমিয়াম।

শুক্রবার কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও পরিবহণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে । দুই চাকা এবং চার চাকার গাড়ির থার্ড পার্টি বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়ম। আগে থার্ড পার্টি ইনসিওরেন্সের বিমার পরিমাণ নির্ধারণ করত আইআরডিএ। নতুন নিয়মে কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও পরিবহণ মন্ত্রক গাড়ির এই বিমার টাকার অঙ্ক ঠিক করবে। যাত্রীবাহী, পণ্যবাহী এবং বৈদ্যুতিন গাড়ি সবক্ষেত্রেই বাড়ছে এই বিমার প্রিমিয়ামের টাকার অঙ্ক।

গাড়ির থার্ড পার্টি বিমা সাধারণত গাড়ির সঙ্গে দুর্ঘটনায় কোনও ব্যক্তি আহত হলে কিংবা মারা গেলে, সেই ক্ষতিপূরণ মেটানোর জন্য। সাধারণত এই ধরনের ঘটনায় আদালত টাকার পরিমাণ নির্দেশ করে। আর এই কারণেই কোনও গাড়ি রাস্তায় নামালে এই থার্ড পার্টি বিমা থাকা বাধ্যতামূলক। এবার এই বিমার দামই বাড়তে চলেছে।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande