ক্রীড়াবিদদের প্রশিক্ষণে বড় ভূমিকা পালন করতে পারে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় : অনুরাগ ঠাকুর
পুণে, ২৮ মে (হি.স.): দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্যাম্পাস তৈরি করে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ
ক্রীড়াবিদদের প্রশিক্ষণে বড় ভূমিকা পালন করতে পারে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় : অনুরাগ ঠাকুর


পুণে, ২৮ মে (হি.স.): দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্যাম্পাস তৈরি করে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে ক্রীড়া কার্যক্রমের প্রসারে অবদান রাখতে পারে। বললেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। শনিবার মহারাষ্ট্রের পুণে-র সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে খাশাবা যাদব স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধন করেছেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ ঠাকুর এদিন কুস্তিগীর কে ডি যাদবের নামানুসারে সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের একটি ক্রীড়া কমপ্লেক্সের নামকরণ অনুষ্ঠানে যোগ দেন।

সাবিত্রীবাই ফুলে পুণে বিশ্ববিদ্যালয়ের খাশাবা যাদব স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, ২৭ একরের এই ক্যাম্পাসে জমকালো সুযোগ-সুবিধা শুরু হয়েছে; একটি বিশ্বমানের শুটিং রেঞ্জ গঠিত হয়েছে। এখানে ভাল প্রশিক্ষণের সুবিধা থাকবে... আশা করি, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আরও সুবিধা আসবে। বিভিন্ন খেলায় ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করার জন্য প্রধানমন্ত্রী যেভাবে সচেষ্ট সে কথাও এদিন স্মরণ করেছেন অনুরাগ ঠাকুর। এদিন খাশাবা যাদব স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন স্পোর্টস একটিভিটি অংশ নেন অনুরাগ ঠাকুর।

হিন্দুস্থান সমাচার/ রাকেশ / কাকলি


 rajesh pande