পাঁচ মাস পর খুলল ভদ্রেশ্বর জুটমিল, হাজিরা দিলেও কাজ বন্ধই রাখলেন শ্রমিকরা
হুগলি, ২৮ মে (হি. স.) : মাস পাঁচেক পর মিল খুললেও, জট কাটল না হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে
পাঁচ মাস পর খুলল ভদ্রেশ্বর জুটমিল, হাজিরা দিলেও কাজ বন্ধই রাখলেন শ্রমিকরা


হুগলি, ২৮ মে (হি. স.) : মাস পাঁচেক পর মিল খুললেও, জট কাটল না হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে। কর্মস্থলে গিয়েও কাজে যোগ দিলেন না শ্রমিকরা। তাঁদের দাবি, কম শ্রমিক দিয়ে বেশি কাজ করাতে চাইছে কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে চটকল কর্তৃপক্ষ কিছু বলতে চায়নি।

কেটেও কাটছে না জটিলতা। পাঁচ মাস পর মিলের তালা খুললেও, ফের অচলাবস্থা তৈরি হয়েছে হুগলির ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুটমিলে। শ্রমিক অসন্তোষের কারণে পাঁচ মাস আগে ঝাঁপ পড়েছিল নর্থ জুটমিলে। এর পর প্রশাসনিক স্তরে দফায় দফায় বৈঠক হয়। শেষ বার বৈঠক হয়েছিল ২৫ মে। তার পর শনিবার সকালে মিল খোলে। শ্রমিকদের দাবি,পারিশ্রমিক কমিয়ে বেশি কাজ পেতে চাইছেন কর্তৃপক্ষ। সিটুর দাবি, কর্তৃপক্ষই এই পরিস্থিতির জন্য দায়ী। যদিও শাসক দলের শ্রমিক সংগঠনের দাবি, শ্রমিকদের ভুল বোঝানো হচ্ছে। নতুন করে অচলাবস্থা তৈরি হওয়া নিয়ে কিছু বলতে চাননি শ্যামনগর নর্থ জুটমিল কর্তৃপক্ষ।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande