আর্জেন্টিনাতেও খোঁজ মিলল মাঙ্কিপক্সের, লাতিন আমেরিকার দেশে দু''জন সংক্রমিত
বুয়েনস আয়ার্স, ২৮ মে (হি.স.): এবার আর্জেন্টিনায় দু’জনের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছে। দু''জনই খ
আর্জেন্টিনাতেও খোঁজ মিলল মাঙ্কিপক্সের, লাতিন আমেরিকার দেশে দু''জন সংক্রমিত


বুয়েনস আয়ার্স, ২৮ মে (হি.স.): এবার আর্জেন্টিনায় দু’জনের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস মিলেছে। দু''জনই খুব সম্প্রতি স্পেন থেকে এসেছিলেন। এর ফলে লাতিন আমেরিকাতেও ঢুকে পড়ল এই ভাইরাস।

সে দেশের স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আক্রান্ত দু’জনের মধ্যে স্পেন থেকে একজন এসেছিলেন ২৮ এপ্রিল এবং অন্য জন ১৬ মে। দু’জনের হালকা জ্বর এবং শরীরে ক্ষত দেখা যায়। টেস্ট করার পর জানা যায় দু''জন মাঙ্কিপক্সে আক্রান্ত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ২০টি দেশে মাঙ্কিপক্স ছড়িয়েছে। এর মধ্যে ব্রিটেন, কানাডা, স্পেন, জার্মানি, সুইডেন, অস্ট্রেলিয়া ও আমেরিকার মতো দেশ রয়েছে। আর্জেন্টিনায় এই ভাইরাসের খোঁজ মেলায় আক্রান্ত দেশের সংখ্যা ফের বাড়ল।

হিন্দুস্থান সমাচার / রাকেশ / কাকলি


 rajesh pande