বীর সাভারকর জন্মজয়ন্তী পালন বাঁকুড়ায়
বাঁকুড়া, ২৮ মে (হি. স.) : বাঁকুড়ায় শ্রদ্ধার সাথে পালিত হোল স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা বিনায়ক দাম
বীর সাভারকর জন্মজয়ন্তী পালন বাঁকুড়ায়


বাঁকুড়া, ২৮ মে (হি. স.) : বাঁকুড়ায় শ্রদ্ধার সাথে পালিত হোল স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা বিনায়ক দামোদর সাভারকর -এর জন্মদিবস।এই উপলক্ষে জেলা হিন্দু মহাসভার উদ্যোগে শনিবার সারাদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বীর সাভারকর সরনিস্থ রানীগঞ্জ মোড়ে বীরের ব্রোঞ্জ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক নিলাদ্রী দানা, হিন্দু মহাসভার সম্পাদক সুশান্ত নন্দী, হিন্দু বানী পত্রিকার সম্পাদক সোমনাথ বরাট সহ বিশিষ্ট ব্যাক্তিরা।

বিকালে আত্মরক্ষা মূলক লাঠি ও ক্রীড়া প্রদর্শন করা হয়।এরপর অনুষ্ঠিত হয় মহতী সভার।সভায় বীর সাভারকরের জীবনী, স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা নিয়ে তুলে ধরেন বক্তারা। এছাড়াও একই জীবনে দুটি যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি ঘটনা তুলে ধরে বক্তাগন। সভায় পঞ্চম শ্রেণী থেকেই ইতিহাসের পাঠ্যে সাভারকর-এর জীবনী পড়ানোর দাবী জানানো হয়।হিন্দুস্থান সমাচার / সোমনাথ


 rajesh pande