রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে বালিগঞ্জ স্টেশনের কাছে উত্তেজনা
কলকাতা, ২৮ মে (হি. স.) : শনিবার সকালে রেল পুলিশের উচ্ছেদ অভিযান চলে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায়।
রেল পুলিশের উচ্ছেদ অভিযান ঘিরে বালিগঞ্জ স্টেশনের কাছে উত্তেজনা


কলকাতা, ২৮ মে (হি. স.) : শনিবার সকালে রেল পুলিশের উচ্ছেদ অভিযান চলে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকায়। স্থানীয়দের একাংশ বাধা দিতেই রীতিমতো উত্তেজনা ছড়ায় সেখানে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী।

রেল কর্তৃপক্ষের দাবি, রেলের জমিতে জোর করে দখল বসিয়েছে এই সব স্থানীয়রা। ওই জমির উপর যে সব বাড়ি বা দোকান রয়েছে সেগুলি একটিও আইন মতে তৈরি করা নয়। যার জন্য সেই জমি থেকে এবার তাদের উচ্ছেদ অভিযান চালায় রেলপুলিশ। ফলে শনিবার সকালে ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে সেখানকার পরিস্থিতি। রীতিমতো ক্ষুব্ধ হন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের দাবি, এই জায়গায় বাড়িঘর এবং দোকানগুলি নতুন নয়। প্রায় ৭০ বছর ধরে এখানে এইভাবেই রয়েছে এগুলি। ব্যবসায়ীদের কাছে ব্যবসা করার জন্য ছাড়পত্র পর্যন্ত রয়েছে। সেক্ষেত্রে কীভাবে রেল জায়গাটিকে নিজেদের বলে দাবি করেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ এত বছর ধরে এই দোকান এবং বাড়িগুলি এই ভাবেই রয়েছে। প্রথম যখন এই গুলি তৈরি হয়েছিল তখন রেল কর্তৃপক্ষ কোনো রকম বাধা দেয়নি। তবে আজ এত বছর পর উচ্ছেদ করার কোন প্রশ্নই ওঠে না।

রেল পুলিশের অভিযান ঘিরে এদিন বালিগঞ্জ স্টেশন চত্বর এর কাছে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তাদের দাবি, কোনভাবেই তাঁরা এই জায়গা ছাড়বেন না কারণ দীর্ঘদিন ধরে এখানেই ব্যবসা এবং বসবাস চলছে তাদের। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে ওই জায়গা জবরদখল করা হয়েছে। এটি পুরোপুরি রেল কর্তৃপক্ষের যার কারণে উচ্ছেদ অভিযানে নেমেছে তাঁরা।স্থানীয়দের দাবি, তারা এই জমির জন্য রেল কর্তৃপক্ষকে টাকা দিয়েছিলেন। তবে রেলের তরফ থেকেই তাদের জন্য কোনও সুযোগ-সুবিধা আসেনি। রেলের উচ্ছেদের সিদ্ধান্তে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande