শিলিগুড়িতে ব্রাউন সুগারসহ আটক চার
শিলিগুড়ি, ২৮ মে (হি.স.) : শিলিগুড়িতে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও মাটিগাদা থানার পুলিশ যৌথ অভিয
শিলিগুড়িতে ব্রাউন সুগারসহ আটক চার


শিলিগুড়ি, ২৮ মে (হি.স.) : শিলিগুড়িতে স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও মাটিগাদা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগারসহ চার পাচারকারীকে আটক করেছে। ধৃতদের মধ্যে রয়েছে দুজন মহিলা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪৯০ গ্রাম ব্রাউন সুগার ।

শনিবার সকালে এসওজি জানিয়েছে, শুক্রবার গভীর রাতে মাটিগাড়া বাইপাসের কাছে ইসলামপুর থেকে আসা একটি চার চাকার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় গাড়িতে রাখা একটি ব্যাগ থেকে ৪৯০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা দুই মহিলাসহ মোচ চারজনকে আটক করা হয়। বাজেয়াপ্ত ব্রাউন সুগারের মূল্য ৯০ লাখ টাকা। চার চোরাকারবারীর বিরুদ্ধে মাদক চোরাচালানের জন্য একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের নাম, রুকশানা বেগম, কল্পনা খাতুন, সোলা খান ও এমডি ইদ্রিশ আলী। অভিযুক্ত চারজন শিলিগুড়ি ডিভিশনের মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande