প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর
মুম্বই, ২৮ মে (হি.স.) : বলিউড অভিনেতা শাহরুখের ছেলে আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি
ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর


মুম্বই, ২৮ মে (হি.স.) : বলিউড অভিনেতা শাহরুখের ছেলে আরিয়ান খানকে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ক্লিনচিট দেওয়ার পরেই প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিল।

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার বিভাগের সিদ্ধান্ত এসেছে যে আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগের কোন সত্যতা ছিল না এবং সেই কারণেই তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে। আমি মনে করি যে কেন্দ্রও এই পুরো বিষয়টি বিবেচনা করেছে। সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে। যদি কোনও নিরপরাধ ব্যক্তিকে মিথ্যাভাবে জড়ান হয় , তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক সেবন মামলায় তদন্তকারী দল শুক্রবার প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) আধিকারিক সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এনসিবি আরিয়ান খান এবং অন্য পাঁচজনের বিরুদ্ধে প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোনও চার্জশিট দাখিল না করে ক্লিনচিট দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয় / কাকলি


 rajesh pande