বিস্ফোরণে কেঁপে উঠল ডায়মন্ড হারবার, মৃত ১
ডায়মন্ড হারবার, ২৮ মে (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রাজার তালুক এলাকায় একটি বাড়িতে ব
বিস্ফোরণে কেঁপে উঠল ডায়মন্ড হারবার, মৃত ১


ডায়মন্ড হারবার, ২৮ মে (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের রাজার তালুক এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক ব্যক্তির । ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। মৃত ব্যক্তি ধনঞ্জয় কর্মকার ওই বাড়ির মালিক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ডায়মন্ড হারবারের রাজার তালুক এলাকায় ধনঞ্জয় কর্মকারের বাড়িতে বিস্ফোরণ ঘটে। ৭ নম্বর ওয়ার্ডের ওই বাড়ির আশেপাশের এলাকার মানুষজন বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। স্থানীয়দের দাবি, বাজি তৈরি করার সময় বিস্ফোরণ ঘটে। সামনে পুজো উপলক্ষে বাজি তৈরি করা হচ্ছিল। আর সেই সময় ঘটে এই বিস্ফোরণ। শনিবার এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ধনঞ্জয় কর্মকারের। বিস্ফোরণের পর বাড়িতে আগুন লেগে যায়। এরপর এলাকার মানুষজন তড়িঘড়ি দমকলে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠিয়েছে। তদন্তকারী আধিকারিকরা ওই বাড়িতে পৌঁছে বাড়ির মূল গেট সিল করে দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি করা হচ্ছিল। বাজি তৈরি করার সময় বিস্ফোরণ হয়। ঘটনার সময় বাড়িতে ধনঞ্জয় কর্মকার একাই ছিলেন। তাঁর স্ত্রী ও পুত্র কালিপুজোতে আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। জানা গিয়েছে বাজি তৈরির কাঁচামাল বারুদ নিয়ে গ্রাইন্ডার মেশিনে ভরে কাজ করছিলেন। সেই সময় অতিরিক্ত তাপের সৃষ্টি হয় এবং বিস্ফোরণ ঘটে। তীব্র শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। পুলিশ স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে আরও তথ্য জানার চেষ্টা করছে।

প্রতিবেশীরা জানিয়েছেন, আওয়াজ শুনে ছুটে এসে দেখেন, বাড়ির ভেতরে লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে সব কিছু। উড়ে গিয়েছে বাড়ির জানালা, দরজা সহ চিলেকোঠার ছাউনি। রক্তাক্ত অবস্থায় ঘরের মধ্যে পড়ে রয়েছেন ধনঞ্জয় কর্মকার। তবে কী কারনে এই বিস্ফোরণ তারই তদন্ত শুরু করেছে পুলিশ। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande