বিজেপির সংবিধানের মূল চেতনা বোঝা উচিত: অখিলেশ যাদব
লখনউ, ২৮ মে (হি.স.) : বিজেপি ক্রমাগত গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে বলে শনিবা
বিজেপির সংবিধানের মূল চেতনা বোঝা উচিত: অখিলেশ যাদব


লখনউ, ২৮ মে (হি.স.) : বিজেপি ক্রমাগত গণতন্ত্র, সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করছে বলে শনিবার সমাজবাদী পার্টির (সপা) সভাপতি অখিলেশ যাদব অভিযোগ করেন। তিনি বলেন, বিজেপিরও সংবিধানের মূল চেতনা বোঝা উচিত। আমরা চাই মূল বিষয়গুলি নিয়ে আলোচনা হোক, কিন্তু বিজেপি আসল বিষয়গুলি থেকে বিচ্যুত হতে চায়। সে মানুষকে বিভ্রান্ত করে চলেছে।

তিনি আরও বলেন, ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হলে তা সবার চোখে পড়বে। সরকার শুধু বাজেট নিয়ে অঙ্ক নিয়ে খেলছে। বিজেপি সরকারের শিল্পনীতি থেকে কম বিনিয়োগ এসেছে। কোনও কিছু মাটিতে পড়লে তা উন্নয়ন হিসেবে বিবেচিত হবে। উত্তরপ্রদেশে বিজেপি সরকারের সৃষ্ট মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে বলে তিনি অভিযোগ করেন।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয় / কাকলি


 rajesh pande