জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য পূর্বতন ইমরান সরকারকে দায়ী করলেন শাহবাজ শরিফ
ইসলামাবাদ, ২৮ মে (হি. স.) : পাকিস্তানেও জ্বালানির দাম এক ধাক্কায় বাড়ল ৩০ টাকা (পাকিস্তান টাকায়)। মূ
ইমরান খান ও শাহবাজ শরিফ


ইসলামাবাদ, ২৮ মে (হি. স.) : পাকিস্তানেও জ্বালানির দাম এক ধাক্কায় বাড়ল ৩০ টাকা (পাকিস্তান টাকায়)। মূল্যবৃদ্ধির জন্য পূর্বতন ইমরান সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পেট্রোলের দাম লিটার প্রতি বেড়ে হয়েছে ১৭৯.৮৫ টাকা। ডিজেলের দাম ৩০ টাকা বৃদ্ধি পাওয়ায় নতুন দাম দাঁড়িয়েছে ১৭৪.১৫টাকা। কেরোসিন ১৫৫.৯৫ টাকা এবং হাল্কা ডিজেলের দাম বেড়ে হয়েছে ১৪৮.৪১ টাকা। দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া বার্তায় পাক প্রধানমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা নেই।

শাহবাজের কথায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে এবং ভগ্নহৃদয়ে জানাতে হচ্ছে, সরকার তিন জ্বালানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এই পরিস্থিতিতে কোনওভাবেই আর সরকারের পক্ষে ভর্তুকি দেওয়া সম্ভব হচ্ছে না। ভর্তুকি দিয়ে চললে দেশের অর্থভাণ্ডারে থাকা মুদ্রা তলানিতে চলে যাবে। তেলের দাম বৃদ্ধি করায় দেশবাসী কঠিন সমস্যার মধ্যে পড়বে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কথা চিন্তা করে পাকিস্তানবাসীকে অনুরোধ করা হচ্ছে তারা যে সরকারকে সাহায্যের হাত বাড়িয় দেন এবং বর্ধিত মূল্য দিয়েই জ্বালানি ক্রয় করেন।’ হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande