ফের সস্তা হল হলমার্ক যুক্ত সোনার দাম
কলকাতা, ২৮ মে (হি. স.) : ফের দাম কমল সোনা । বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়েছে ভারতে। শুক্রবারের ত
ফের সস্তা হল হলমার্ক যুক্ত সোনার দাম


কলকাতা, ২৮ মে (হি. স.) : ফের দাম কমল সোনা । বিশ্ব বাজারে দুর্বলতার প্রভাব পড়েছে ভারতে। শুক্রবারের তুলনায় ফের কমেছে সোনার দাম। যার ফলে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।

এমনিতে সোনার দাম বাড়া-কমা নিয়ে সকলেই নাজেহাল। কিছুদিন আগেই হুড়মুড়িয়ে বাড়তে শুরু করেছিল সোনার দাম। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। বেশ কয়েকদিন ধরে অনেকটাই দাম রয়েছে সোনার। শনিবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম হল ৪৯২০০ টাকা। শুক্রবার এই দাম ছিল ৪৯২৫০ টাকা।

এমনিতে অগ্নিমূল্য বাজারে যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। তার উপর সোনার দামও চড়চড়িয়ে বাড়ছে। একদিন কমছে তো পরের দিন আবার বাড়ছে। বিয়ের মরশুমে সোনার দাম ছিল ঊর্ধবমুখী। যে কারণে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। তবে সাম্প্রতিক সময়ে শুধু দাম কমাই নয়, এক মাসের মধ্যে সবচেয়ে সস্তাও হয়েছে সোনা। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়ছে। প্রসঙ্গত, আজকাল ব্যক্তিদের সোনার গহনা কেনার সময় হলমার্ক করা সোনা কেনার প্রতি ঝোঁক ক্রমশ বেড়ে চলেছে। অতীতে, উপলব্ধ সোনার বিশুদ্ধতা নিয়ে বেশ কিছু গুরুতর প্রশ্ন ছিল, যে কারণবশত বিআইএস-শংসায়িত হলমার্ক করা সোনার গহনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande