চম্পায়াত উপনির্বাচন : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির সমর্থনে রোডশোতে যোগী আদিত্যনাথ
চম্পায়াত, ২৮ মে (হি.স.) : আসন্ন চম্পায়াত উপনির্বাচনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির সমর্থনে রোডশো
রোডশোতে যোগী আদিত্যনাথ


চম্পায়াত, ২৮ মে (হি.স.) : আসন্ন চম্পায়াত উপনির্বাচনে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামির সমর্থনে রোডশোতে অংশ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন চম্পাওয়াত জেলার টানাকপুর শহরে একটি রোডশোতে অংশ নেন তাঁরা। আগামী ৩১ মে চম্পাওয়াত বিধানসভা আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিন আদিত্যনাথ বলেন, পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন বিজেপি সরকার উত্তরাখণ্ড রাজ্যে উন্নয়নের একটি মডেল তৈরি করেছে। উত্তরাখণ্ডের জনগণের স্বপ্ন পূরণ করতে বিজেপির প্রয়োজন। বিধানসভা নির্বাচনে খাটিমা কেন্দ্র থেকে পরাজিত হওয়ার পরে ধামিকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চম্পাওয়াত বিধানসভা আসন থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়ক কৈলাশ গেহতোরি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট গণনা হবে ৩ জুন।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয় / কাকলি


 rajesh pande