টমেটোর দাম ফের মাথাচাড়া দিয়ে উঠেছে
কলকাতা, ২৮ মে (হি. স.) : টমেটোর দাম ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আরও একবার ১০০ টাকা ছুঁয়ে ফেলল টমেটোর দ
টমেটোর দাম ফের মাথাচাড়া দিয়ে উঠেছে


কলকাতা, ২৮ মে (হি. স.) : টমেটোর দাম ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। আরও একবার ১০০ টাকা ছুঁয়ে ফেলল টমেটোর দাম। যার ফলে খুব স্বাভাবিক ভাবেই টান পড়েছে মধ্যবিত্ত সাধারণ মানুষের বাজেটে।

গরমের শুরুতেই মাত্রাতিরিক্ত তাপের জেরেই ক্ষতি হয়েছে টমেটো চাষের। যার ফলে অনেক জায়গাতেই দাম ছুঁয়েছে ১০০ টাকা কেজি। শুধু কলকাতা নয়, আশেপাশের জেলার হালও তথৈবচ। অন্যদিকে অন্য রাজ্যের অবস্থাও প্রায় একই। ভুবনেশ্বরে গত ১৫ দিনে টমেটোর দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। কিছু জায়গায় এখন দাম রয়েছে ১১০ থেকে ১২০ টাকা প্রতি কেজি। মহারাষ্ট্রের মুম্বইতেও টমেটোর দাম ১০০ পার করেছে দিন সাতেক আগেই।

‘ভেজিটেবল গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’-র প্রেসিডেন্ট টমেটোর দাম কমার প্রসঙ্গে কোনও আশা আপাতত দেখাতে পারেননি। তিনি জানিয়েছেন, জলবায়ুর পরিবর্তনের ফলে টমেটোর মতো সবজিতে নানা কীট পতঙ্গের আক্রমণ হয়েছে। সরবরাহ মারাত্মক ভাবে কমে গিয়েছে। জুলাই মাস নাগাদ, নতুন ফসল এলেই টমেটোর দাম কমে যাবে।“

এমনিতেই দেশজুড়ে মুদ্রাস্ফীতি চরমে উঠেছে, এরমধ্যেই রোজকার সবজি হিসেবে পরিচিত টমেটোর দাম বৃদ্ধি নিঃসন্দেহে সাধারণ মানুষের পাশাপাশি কেন্দ্রকে আরও চাপে রাখবে। টমেটোর দাম বৃদ্ধি অবশ্য এই প্রথম নয়। এর আগেও একাধিক বার দামি হয়েছে টমেটো। চলতি মাসের শুরুতে যে টমেটো বিক্রি হয়েছে ৪০ থেকে ৫০ টাকা কেজি। মাসের মাঝামাঝি সময়ে দাম বাড়তে থাকে। এক ক্রেতা জানান, দাম বেড়ে যাওয়াতে সমস্যা হচ্ছে। রান্নায় কম পরিমাণে দেওয়া হচ্ছে টমেটো। অন্যদিকে, শহরতলির এক দোকানি এ প্রসঙ্গে বলেন, টমেটোর দাম ব্যাপক ভাবে বেড়ে যাওয়ার ফলে, সাধারণ মানুষ টমেটো প্রায় কিনছেনই না। যা বিক্রি হচ্ছে, তাও পরিমাণে অনেক কম। আগে যারা এক কেজি নিত, তাঁরা এখন মাত্র ২৫০ থেকে ৫০০ গ্রাম করে টমেটো কিনছেন।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande