ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পুলিশিং পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : ন্যাশনাল একাডেমি অফ কোস্টাল পুলিশিং (এনএসিপি) পরিদর্শন করলেন কেন্দ্রীয় স
ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পুলিশিং পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


নয়াদিল্লি, ২৮ মে (হি.স.) : ন্যাশনাল একাডেমি অফ কোস্টাল পুলিশিং (এনএসিপি) পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সফরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ​​কুমার ভাল্লা। বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহানির্দেশক পঙ্কজ কুমার সিং এবং বিএসএফ-র মহাপরিদর্শক জ্ঞানেন্দ্র সিং মালিক, গুজরাট ফ্রন্টিয়ার, এনএসিপি-র অফিসার ও জওয়ানরা স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান।

বিএসএফ গুজরাট ফ্রন্টিয়ার এবং ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পুলিশিং প্রতিকূল আবহাওয়া এবং ভৌগোলিক চ্যালেঞ্জকে সামনে রেখে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করার এবং উপকূলীয় পুলিশ কর্মীদের প্রয়োজনীয় এবং যথাযথ প্রশিক্ষণ প্রদানের জন্য উল্লেখযোগ্য প্রচেষ্টার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সীমান্তের পবিত্রতা রক্ষার পাশাপাশি বিএসএফ সর্বদা তার উপর থাকা প্রতিটি দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন এবং 'জীবনের জন্য কর্তব্য' নীতি অনুসারে পালন করেছে। বাহিনী সবসময় বিশেষ অনুষ্ঠানে তার দক্ষতা প্রমাণ করেছে।

ভবিষ্যতে ন্যাশনাল একাডেমি অব কোস্টাল পুলিশিং দেশের বিভিন্ন উপকূলীয় রাজ্যের মেরিন পুলিশকে নিবিড় ও উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দেবে এবং উপকূলীয় এলাকার নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আস্থা ব্যক্ত করেন।

শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ-র মহাপরিচালক এবং গুজরাট ফ্রন্টিয়ারের মহাপরিদর্শককে ধন্যবাদ জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে সীমান্তরক্ষীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।

হিন্দুস্থান সমাচার / সঞ্জয় / কাকলি


 rajesh pande