ইথিওপিয়ায় ভারতীয় দূতাবাস উদ্বোধন করলেন জয়শঙ্কর
আদ্দিস আবাবা, ২২ জুন ( হি. স.) : বুধবার আফ্রিকার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ভারতীয় দূতাবাসের
ইথিওপিয়ায় ভারতীয় দূতাবাস উদ্বোধন করলেন জয়শঙ্কর


আদ্দিস আবাবা, ২২ জুন ( হি. স.) : বুধবার আফ্রিকার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ভারতীয় দূতাবাসের উদ্বোধন করলেন ভারতের বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইথিওপিয়ার নারী ও সামাজিক বিষয়ক মন্ত্রী ইরগোগি টেসফায়ে এবং বিদেশমন্ত্রী টেসমে ইলমা।

ভারতের বিদেশমন্ত্রী ডাঃ এস জয়শঙ্কর ইথিওপিয়ার মহিলা ও সামাজিক বিষয়ক মন্ত্রী ইরগোগি টেসফায়ে এবং বিদেশমন্ত্রী তেসমায়ে ইলমাকে ধন্যবাদ জানান।

কমনওয়েলথ সরকার প্রধানদের মিটিং এর ২৬তম বৈঠকে যোগ দেওয়ার সফরের মধ্যে তিনি ইথিওপিয়ায় ভারতীয় দূতাবাসের উদ্বোধন করেন। কোভিড-১৯ এর হুমকির পরিপ্রেক্ষিতে সিএইচওজিএম-এর বৈঠক দুবার স্থগিত করা হয়েছে। আগামী ২৪-২৫ জুন বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এছাড়াও ডঃ জয়শঙ্কর ২৩শে জুন কিগালিতে বিদেশ মন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande