চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার এখনও সঙ্কটজনক, বিপদ পুরোপুরি কাটেনি
কলকাতা, ২২ জুন (হি.স.): প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের অবস্থা এখনও আশঙ্কাজনক। এসএসকেএম হাসপ
বিপদ পুরোপুরি কাটেনি


কলকাতা, ২২ জুন (হি.স.): প্রবীণ চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের অবস্থা এখনও আশঙ্কাজনক। এসএসকেএম হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-তে তিনি চিকিৎসাধীন রয়েছেন। কিডনি ও বার্ধক্যজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগে এই বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক হাসপাতালে ভর্তি হন। তাঁর চিকিৎসার জন্য ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠিত হয়েছে।

বিগত ৭ দিন হল হাসপাতালে ভর্তি বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। বয়স এখন তাঁর ৯২। যকৃতজনিত সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করা হয় শহরের একটি হাসপাতালে। বয়স বেড়েছে, ফলে এখনও পুরোপুরি বিপদ কাটেনি। অবস্থা বেশ সঙ্কটজনক। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি। সর্বদা তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখা হচ্ছে।

সত্তর দশকের অন্যতম জনপ্রিয় পরিচালক তরুণ মজুমদার। একের পর এক হিট ছবি তাঁর ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি। ‘১৯৬২’-তে ‘কাচের স্বর্গ’ ছবির জন্য জাতীয় পুরস্কারও পান পরিচালক।

হিন্দুস্থান সমাচার। পায়েল। রাকেশ।


 rajesh pande