বাজার খুলতেই পড়ল সূচক, এক ধাক্কায় অনেকটাই কমল সব সংস্থার শেয়ারের দাম
মুম্বই, ২২ জুন (হি. স.) : সোমবার ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার ফের পতন দেখা গেল শেয়ার বাজারে। এদিন বাজার
বাজার খুলতেই পড়ল সূচক, এক ধাক্কায় অনেকটাই কমল সব সংস্থার শেয়ারের দাম


মুম্বই, ২২ জুন (হি. স.) : সোমবার ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার ফের পতন দেখা গেল শেয়ার বাজারে। এদিন বাজার খুলতেই পড়ল সূচক। বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৩৫০ পয়েন্ট কমে থামে ৫২, ১৫২ পয়েন্টে। অন্যদিকে, নিফটির সূচক ১১৯ পয়েন্ট কমে দাঁড়ায় ১৫, ৫২০ পয়েন্টে। এদিন বম্বে স্টক এক্সচেঞ্জের প্রায় ৩০টি শেয়ারের দাম বাজার খোলার সঙ্গে সঙ্গে পড়ে যায়।

এদিন যে সব সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় অনেকটা কমে গিয়েছে, সেই সব শেয়ারগুলির মধ্যে রয়েছে টাটা স্টিল, বাজাজ ফাইনান্সিয়াল সার্ভিস ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ভারতীয় এয়ারটেল, অ্যাক্সিস ব্যাঙ্ক, টেক মাহিন্দ্রা, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, উইপ্রো, এইচসিএল টেক, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। তবে কিছুটা হলেও লাভের মুখ দেখেছে, হিন্দুস্তান ইউনিলিভার, ড. রেড্ডিজ, মারুতি, টিসিএস। গতকাল বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ছিল ৫২ হাজারের ঘরে। (৫২, ৫৩২)অন্যদিকে নিফটির সূচক ছিল ১৫, ৬৩৯ পয়েন্টে। ভারতের শেয়ার বাজারের পাশাপাশি এশিয়ার অন্যান্য শেয়ারাবাজারেও দোলাচল অব্যাহত। আন্তর্জাতিক অর্থ বাজারেও দোলাচল চলছে। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande