মালদায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ৪
মালদা, ২৩ জুন (হি. স.) : মালদার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায় বিয়ে বাড়ি
মালদায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত ৪


মালদা, ২৩ জুন (হি. স.) : মালদার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানের ধাক্কায় মৃত্যু হল চারজনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। মালদার হবিবপুর থানার জাজল গ্রাম পঞ্চায়েতের গোয়ালবাড়ি এলাকায়। এই ঘটনায় জখম আরও তিনজনের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

জানা গেছে, মালদার হবিবপুর থানার কানতুর্কা গ্রাম পঞ্চায়েতের লানসা এলাকার বাসিন্দা অন্তত ১২ জন ভ্যানে চড়ে বিয়ে বাড়িতে গিয়েছিলেন। ফেরার পথ নিমন্ত্রণ সেরে ফেরার পথে গোয়ালবাড়ি এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগে। স্থানীয়দের তৎপরতায় দুর্ঘটনাগ্রস্তদের তড়িঘড়ি উদ্ধার করা হয়। প্রত্যেককে স্থানীয় বুলবুলচন্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন বছর চারেকের শিশু অভিজিৎ হাঁসদা ও শুকুরমণি নামে দু’জনের মৃত্যু হয়।

বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রাতেই মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে আরও দু’জনের মৃত্যু হয়। নিহতেরা হলেন অমল মাহাতো ও সুকুমার টুডু। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও তিনজন। তাঁরা হলেন, বছর চল্লিশের মিরা সোরেন, ৩২ বছর বয়সি প্রমিলা সোরেন এবং মঙ্গল মার্ডি। দুর্ঘটনায় প্রাণহানির জেরে এলাকায় নেমেছে শোকের ছায়া। হিন্দুস্থান সমাচার / সোনালি


 rajesh pande