মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ কংগ্রেস কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর
নয়াদিল্লি, ২৩ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্ব
মহারাষ্ট্রের রাজনৈতিক সংকট নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ কংগ্রেস নেতার


নয়াদিল্লি, ২৩ জুন ( হি. স.) : মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার নিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হলেন কংগ্রেস নেত্রী জয়া ঠাকুর। তিনি সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করে দাবি করেছেন, যে বিধায়ক পদত্যাগ করেছেন তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। আবেদনে মহারাষ্ট্রের রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে তাৎক্ষণিক হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

জয়া ঠাকুর এই আবেদনে বলেন, ২০২১ সালে তিনি একটি পিটিশন দায়ের করেছিলেন যে কীভাবে দলত্যাগ বিরোধী আইনকে অমান্য করে সরকারকে ফেলে দেওয়া হচ্ছে। যদিও বিধানসভা থেকে পদত্যাগকারী বিধায়করা নতুন সরকারে মন্ত্রী হন। তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে নোটিশ জারি হলেও এখনও কেন্দ্রীয় সরকারের তরফে জবাব আসেনি।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande