ছত্তিশগড়ে সিআরপিএফ ক্যাম্পে নকশাল হামলা
রায়পুর, ২৩ জুন ( হি. স.) : বৃহস্পতিবার সকাল ৯.৩০ নাগাদ নকশাল অধ্যুষিত দান্তেওয়াড়ার কিরান্দুল এলাকা
ছত্তিশগড়ে সিআরপিএফ ক্যাম্পে নকশাল হামলা


রায়পুর, ২৩ জুন ( হি. স.) : বৃহস্পতিবার সকাল ৯.৩০ নাগাদ নকশাল অধ্যুষিত দান্তেওয়াড়ার কিরান্দুল এলাকার হিরোলিতে সিআরপিএফ ক্যাম্পে হামলা চালায় নকশালরা। জঙ্গল থেকে লুকিয়ে নকশালরা ক্যাম্পে কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। সিআরপিএফ জওয়ানদের পক্ষ থেকেও যোগ্য জবাব দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত, পুলিশ বা নকশাল পক্ষ থেকে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সিআরপিএফ ক্যাম্পে মাওবাদী হামলার বিষয়টি নিশ্চিত করে দান্তেওয়াড়ার এসপি সিদ্ধার্থ তিওয়ারি বলেন, ক্যাম্পের চারপাশে গুলি চালানো হচ্ছে। হোরোলি এলাকায় ক্রমাগত নকশাল কার্যকলাপের পরিপ্রেক্ষিতে একটি সিআরপিএফ ক্যাম্প বসানো হয়েছে। এই এলাকাটিকে বিজাপুর সীমান্ত সংলগ্ন নকশালদের মালঙ্গির এলাকা বলে পরিচিত। গাঙ্গালুর এরিয়া কমিটি এবং নকশালদের মালাঙ্গির এরিয়া কমিটি উভয়ই এখানে অপরাধমূলক কাজকর্ম করে চলেছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande