বিধানসভা, এমএলএ হোষ্টেল, রেড রোড-সহ নানা স্থানে শ্রদ্ধায় শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠান
কলকাতা, ২৩ জুন (হি. স.) : মালা ও ফুল অর্পণ, বৃক্ষরোপণ প্রভৃতির মাধ্যমে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে শ্
বিধানসভা, এমএলএ হোষ্টেল, রেড রোড-সহ নানা স্থানে শ্রদ্ধায় শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠান


কলকাতা, ২৩ জুন (হি. স.) : মালা ও ফুল অর্পণ, বৃক্ষরোপণ প্রভৃতির মাধ্যমে বৃহস্পতিবার বিভিন্ন স্থানে শ্রদ্ধায় হল শ্যামাপ্রসাদ স্মরণ অনুষ্ঠান।

সাতটি ছবি-সহ পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সামাজিক মাধ্যমে লিখেছেন, “রেড রোড-এ ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের পর ওনাকে স্মরণ করে ওনার স্মৃতির উদ্দেশ্যে বৃক্ষরোপন করলাম। পশ্চিমবঙ্গের স্রষ্টা, ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অমর রহে।”

চারটি ছবি-সহ বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীলিখেছেন, “আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবস উপলক্ষে ৬ নম্বর মুরলীধর সেন সারণী ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ের সামনে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি।“ পাঁচটি ছবি-সহ সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো লিখেছেন, “আজ ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবসে নবদ্বীপ শহর দক্ষিণ মন্ডলের কার্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন।”

১৫টি ছবি-সহ সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি লিখেছেন, “বৃহস্পতিবার ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির আত্ম বলিদান দিবসে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় সঙ্গে কেওড়াতলা ও রেড রোডে কার্যক্রমে অংশগ্রহণ করলাম।“ সাতটি ছবি-সহ কাটালপুরের বিধায়ক হরকালী পোদ্দার লিখেছেন, “ভারত কেশরী শ্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আজ এমএলএ হোস্টেলে তাঁর চরণে পুষ্পক দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম।“

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande