কলকাতা, ২৩ জুন (হি.স.): হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেক দিন হয়ে গিয়েছে, এখনও শারীরিক অবস্থায় কোনও উন্নতি নেই বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারের। তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট সকঙ্কটজনক। বৃহস্পতিবার অসুস্থ তরুণ মজুমদারকে দেখতে হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তরুণ মজুমদারের শারীরিক অবস্থার দিকে সর্বদা নজর রাখছেন চিকিৎসকরা।
যকৃৎজনিত সমস্যা নিয়ে গত কয়েক দিন ধরে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ৯২ বছর বয়সি এই পরিচালক। শুধু মুখ্যমন্ত্রীই নন, পরিচালককে দেখতে হাসপাতালে যান রাজনীতিবিদ কান্তি গঙ্গোপাধ্যায়, বিমান বসুরাও।
বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালকের চিকিৎসায় বিশেষ মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। দলে রয়েছেন মেডিসিন বিশেষজ্ঞ সৌমিত্র ঘোষ, হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল, নেফ্রোলজিস্ট অর্পিতা চৌধুরী, সিসিইউ বিশেষজ্ঞ অসীম কুণ্ড।
হিন্দুস্থান সমাচার। রাকেশ।