মেঘ-রোদের খেলা চলছে দক্ষিণে, অবিশ্রান্ত বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ
কলকাতা, ২৩ জুন (হি.স.): বর্ষার আগমন হয়েছে কয়েকদিন হল, এখনও সেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গ
মেঘ-রোদের খেলা চলছে দক্ষিণে, অবিশ্রান্ত বৃষ্টিতে নাজেহাল উত্তরবঙ্গ


কলকাতা, ২৩ জুন (হি.স.): বর্ষার আগমন হয়েছে কয়েকদিন হল, এখনও সেভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে না দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই। বৃষ্টি হলেও পরিমান খুব বেশি নয়। বিগত দু''দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকলেও, বৃহস্পতিবার রোদ উঠেছে। মেঘ-রোদের খেলাও দেখা গিয়েছে দক্ষিণবঙ্গে। গুমোট গরমও একটু বেড়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিকে, অবিশ্রান্ত বৃষ্টিতে রীতিমতো নাজেহাল হয়ে পড়েছে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande