হাওড়া ব্রিজে দুটি যাত্রী বোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ জন
কলকাতা,২৩ জুন (হি. স.): হাওড়া ব্রিজে দুটি যাত্রী বোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ । বৃহস্পতিবার সকাল
হাওড়া ব্রিজে দুটি যাত্রী বোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১০ জন


কলকাতা,২৩ জুন (হি. স.): হাওড়া ব্রিজে দুটি যাত্রী বোঝাই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ । বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। আহতদের উদ্ধার করে হাওড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।দুর্ঘটনার জেরে যান চলাচল বেশ কিছুক্ষণের জন্য ব্যাহত হয় হাওড়ায় যান চলাচল ।

বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজের ৭ ও ৮ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় ঘটে দুর্ঘটনা। দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে দুটি বাসেরই সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এমন ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়। বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে অন্তত ১০ জন আহত হন। তাঁদের হাতে ও পায়ে চোট লেগেছে। শিয়ালদহ থেকে হাওড়াগামী বাসের চালক ভিতরে বেশ কিছু ক্ষণ আটকে পড়েন। তাঁকেও বের করে এনেছে হাওড়া পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটির মধ্যে এক চালকের পায়ে গুরুতর চোট হয়েছে। দুটি বাসেরই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। জানা গিয়েছে দুর্ঘটনার কবলে পড়া বাস দুটির একটি ২৪ নম্বর রুটের এবং অন্যটি ৫৯ নম্বর রুটের বাস। সাত সকালে ব্যস্ত হাওড়া ব্রিজে এমন দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল। ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্থ বাস দুটিকে সরানোর কাজ শুরু করে। ক্রেন দিয়ে বাস দুটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

অফিস টাইমে এমন দুর্ঘটনার জেরে হাওড়া ব্রিজের উপর যানজট তৈরি হয়।যদিও বেশ কিছু ক্ষণ পরে যান চলাচল স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার/ পায়েল


 rajesh pande