কুমোরটুলিতে ফিরেছে পুরনো ব্যস্ততা
কলকাতা,২৩ জুন (হি. স.): ক্যালেন্ডার জানান প্রতীক্ষার অবসান ঘটিয়ে সময় আগত মা দুর্গাকে বরণ করার । হা
কুমোরটুলিতে ফিরেছে পুরনো ব্যস্ততা


কলকাতা,২৩ জুন (হি. স.): ক্যালেন্ডার জানান প্রতীক্ষার অবসান ঘটিয়ে সময় আগত মা দুর্গাকে বরণ করার । হাতে গুনে আর ১০০ দিনও বাকি নেই । ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন । করোনা আবহের বিধি নিষেধ কাটিয়ে চলছি বছর কিছুটা সুস্থ শহর । তাই পুজো নিয়েও ভাবতে শুরু করেছে পুজো কমিটি গুলো । অপরদিকে ব্যস্ততা ফিরেছে কুমোরটুলিতেও ।

করোনা আবহে দুবছর ধুকছিল কুমোরটুলির মৃৎশিল্পীরা। এরই মাঝে পুজোর আগেই বায়না পাওয়া শুরু কুমোরটুলির শিল্পীদের ।কুমোরটুলির মৃৎশিল্পীদের দাবি, অন্যান্য বছরের তুলনায় এ বছর অনেক আগে থেকেই বায়না পাওয়া শুরু হয়েছে । করোনাকালীন খরা কাটিয়ে বিদেশ থেকে এ বছর দুর্গা প্রতিমার অনেক বরাত মিলেছে । এখন নাওয়া খাওয়ার সময় নেই তাদের । ২ বছর করোনার কারণে বিদেশে প্রতিমার চাহিদা না থাকলেও এবছর অবস্থা ফিরেছে । কুমোরটুলি থেকে ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমা বিদেশে পাড়ি দিচ্ছে । অপরদিকে কলকাতার বড়ো বড়ো পুজো প্যান্ডেল গুলো থেকেও আসছে বায়না । ফলে শিল্পীদের মধ্যে ফিরেছে পুরনো ব্যস্ততা ।

হিন্দুস্থান সমাচার/ পায়েল


 rajesh pande