বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমল অনেকটাই, স্বস্তি হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা
নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জুলাই মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশ
স্বস্তি হোটেল-রেস্তোরাঁর ব্যবসায়ীরা


নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): জুলাই মাসের শুরুতেই একধাক্কায় অনেকটাই কমল বাণিজ্যিক সিলিন্ডারের দাম। দেশজুড়ে একধাক্কায় ১৮২-১৯৮ টাকা কমিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। ফলে স্বস্তি পেলেন হোটেল ও রেস্তোরাঁর ব্যবসায়ীরা। দিল্লিতে ১৯৮ টাকা দাম কমেছে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম। তবে, গৃহস্থের হেঁশেলে ব্যবহারের রান্নার গ্যাসের দাম অবশ্য এই দফায় কমেনি। এর আগে জুন মাসের শুরুতেও কমেছিল বাণিজ্যিক সিলিন্ডারের দাম।

১ জুলাই থেকে দেশজুড়ে অনেকটাই সস্তা হয়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৯৮ টাকা কমে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে ২,০২১ টাকা (আগে এই দাম ছিল ২,২১৯ টাকা)। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৮২ টাকা, ফলে কলকাতায় বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২,১৪০ টাকা (আগে এই দাম ছিল ২,৩২২ টাকা), মুম্বইয়ে সিলিন্ডারপ্রতি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ১৯০ টাকা ৫০ পয়সা, নতুন দাম ১৯৮১। চার মহানগরের মধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার সবচেয়ে বেশি দামে বিকোচ্ছে চেন্নাইয়ে। তবে সেখানেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭ টাকা কমেছে, চেন্নাইয়ে বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম ২১৮৬ টাকা।

প্রসঙ্গত, বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমলেও, এই দফায় গৃহস্থের ব্যবহারের ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম অবশ্য একই থাকছে। এদিকে দিল্লি ও মুম্বইতে ১৪.২ কেজি ওজনের ঘরোয়া এলপিজি সিলিন্ডার বিকোচ্ছে ১০০৩ টাকা করে। কলকাতায় ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ১০২৯ টাকা। চেন্নাইতে ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ১০১৯ টাকা। তাছাড়া লখনউতে সিলিন্ডারের দাম ১০৪১, জয়পুরে সিলিন্ডারের দাম ১০০৭, পটনায় ১০৯৩, পুণেতে ১০০৬ টাকা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande