মহারাষ্ট্রে উমেশ কোলহে হত্যাকাণ্ডও ছিল সন্ত্রাসী ষড়যন্ত্র: গোবিন্দ শেন্ডে
নাগপুর, ২ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রের অমরাবতীর ব্যবসায়ী উমেশ কোলহেকে হত্যার পেছনে সন্ত্রাসী ষড়য
মহারাষ্ট্রে উমেশ কোলহে হত্যাকাণ্ডও ছিল সন্ত্রাসী ষড়যন্ত্র: গোবিন্দ শেন্ডে


নাগপুর, ২ জুলাই ( হি. স.) : মহারাষ্ট্রের অমরাবতীর ব্যবসায়ী উমেশ কোলহেকে হত্যার পেছনে সন্ত্রাসী ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন বিশ্ব হিন্দু পরিষদের প্রাদেশিক মন্ত্রী গোবিন্দ শেন্ডে। কোলহে খুন হয়েছেন নূপুর শর্মার সমর্থনের কারণে। শেন্ডে মহারাষ্ট্র পুলিশের বিরুদ্ধে মামলা দমন করার অভিযোগ তুলেছেন।

উমেশ কোলহে ২১ জুন মহারাষ্ট্রের অমরাবতীতে তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাকে ৬ থেকে ৭ জন আততায়ী ঘিরে ধরে এবং হত্যা করে। এ ঘটনায় উমেশের ছেলে স্থানীয় থানায় অভিযোগ করলেও পুলিশ তা গুরুত্বের সঙ্গে নেয়নি। শেন্ডে বলেন, প্রাথমিক তদন্তে পুলিশ এই মামলাটিকে নিছক অপরাধমূলক ঘটনা বলে অভিহিত করেছিল, কিন্তু পরে জানা যায় যে নূপুর শর্মার সমর্থনের কারণে উমেশকে খুন করা হয়েছিল। পুলিশ শনিবার জানিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত ৬ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার /সঞ্জয়


 rajesh pande