মণিপুরে ভূমিধসে মৃত্যু বেড়ে ৮১, খোঁজ নেই কমপক্ষে ৫৫ জনের
ইম্ফল, ২ জুলাই (হি.স.): মণিপুরের ননে জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮১। এখনও খোঁজ ন
 মৃত্যু বেড়ে ৮১


ইম্ফল, ২ জুলাই (হি.স.): মণিপুরের ননে জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৮১। এখনও খোঁজ নেই কমপক্ষে ৫৫ জনের, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, ধসের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮১। শুক্রবারই উদ্ধারকাজ সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘‘রাজ্যের ইতিহাসে সবচেয়ে খারাপ ঘটনা। ৮১ জনকে আমরা হারিয়েছি। যাঁদের মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে।’’

উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা জওয়ানদের পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘‘টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের দেহ সসম্মানে তাঁদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ ২৯ জন বাসিন্দাও। তাঁদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।’’ উল্লেখ্য, গত বুধবার মধ্যরাতে টুপুল স্টেশনের কাছে ভারতীয় সেনার ১০৭ টেরিটোরিয়াল আর্মির ক্যাম্পে ধস নামে। সেই থেকে চলছে উদ্ধারকাজ। জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত একটি নির্মীয়মাণ রেললাইনের নিরাপত্তার জন্য টুপুল রেলওয়ে স্টেশনের কাছে সেনা মোতায়েন করা হয়েছিল।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande