মাঝ আকাশে কেবিনে ধোঁয়া, দিল্লিতে জরুরি অবতরণ স্পাইসজেট বিমানের
নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): মাঝআকাশে বিমানে আবারও আগুন-আতঙ্ক! তাও আবার ৫ হাজার ফুট উচ্চতায়। শনিবার স
জরুরি অবতরণ


নয়াদিল্লি, ২ জুলাই (হি.স.): মাঝআকাশে বিমানে আবারও আগুন-আতঙ্ক! তাও আবার ৫ হাজার ফুট উচ্চতায়। শনিবার সকালে দিল্লি থেকে জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছে। যার জেরে তড়িঘড়ি দিল্লিতে ফেরানো হয় বিমানকে। শনিবার সকালে বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। সেই সময় মাটি থেকে বিমানটির উচ্চতা ছিল প্রায় পাঁচ হাজার ফুট। তার পরই দিল্লি-জবলপুরগামী বিমানকে ফেরানো হয়। নিরাপদেই বিমানটিকে দিল্লিতে ফেরানো হয়েছে। যাত্রীরাও সুরক্ষিত রয়েছেন।

স্পাইসজেট-এর মুখপাত্র জানিয়েছেন, শনিবার সকালে দিল্লি থেকে জবলপুরগামী বিমানকে দিল্লি বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। মাটি থেকে ৫ হাজার হাজার ফুট উচ্চতায় বিমানের কেবিনে ধোঁয়া দেখতে পান ক্রু সদস্যরা। তড়িঘড়ি বিমানটিকে দিল্লি বিমানবন্দরে নামিয়ে আনা হয়। সুরক্ষিত রয়েছেন সমস্ত যাত্রীরা।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।


 rajesh pande