ক্লাসে ছাত্রীর 'শ্লীলতাহানি'র দায়ে স্কুলে বিক্ষোভ, অভিযুক্ত শিক্ষককে মারধর
জলপাইগুড়ি, ২ জুলাই (হি. স,) : ক্লাস চলাকালীন ছাত্রীর 'শ্লীলতাহানি'-র অভিযোগে স্কুলে গিয়ে অভিযুক্ত প
ক্লাসে ছাত্রীর 'শ্লীলতাহানি'র দায়ে স্কুলে বিক্ষোভ, অভিযুক্ত শিক্ষককে মারধর


জলপাইগুড়ি, ২ জুলাই (হি. স,) : ক্লাস চলাকালীন ছাত্রীর 'শ্লীলতাহানি'-র অভিযোগে স্কুলে গিয়ে অভিযুক্ত পার্শ্বশিক্ষকের উপর চড়াও হলেন অভিভাবকরা। চলল বেধড়ক মারধর। কোনওমতে ওই শিক্ষককে উদ্ধার করল পুলিশ। শনিবার এই ধুন্ধুমারকাণ্ড হয় জলপাইগুড়ির ধূপগুড়িতে।

জানা গিয়েছে, ধূপগুড়ির পূর্ব মাগুরমারী নিম্ন বুনিয়াদি স্কুলের ছাত্রী নির্যাতিতা ওই নাবালিকা। অভিযোগ, বৃহস্পতিবার যখন স্কুলে ক্লাস নিচ্ছিলেন, তখন তার শ্লীলতাহানি করেছেন এক পার্শ্বশিক্ষক। সেই ঘটনাটি আবার দেখে ফেলে অন্য এক ছাত্রী। বাড়ি ফিরে মা-কে জানায় সে। শনিবার সকালে স্কুলে গিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন অভিভাবক। এমনকী, স্টাফ রুমে ঢুকে অভিযুক্ত পার্শ্বশিক্ষককে মারধরও করেন তাঁরা! পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। খবর দেওয়া হয় থানায়। স্কুলে গিয়ে ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

হিন্দুস্থান সমাচার/ অশোক


 rajesh pande